ডাকসু ২০২৫ নির্বাচনঃ জরীপের ফলাফল সংক্ষেপ
- জরীপের সময়কালঃ জানুয়ারী ২০২৫
- ১,১৭৬ জন DU ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করেন (১,০২৩টি ফেইস-টু-ফেইস, বাকী অনলাইনে)
- ১৯টি হল ও ১২টি অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন
- প্রায় ৬৯% পুরুষ, এবং ২৩% অনাবাসিক ছাত্র—যাদের বেশিরভাগ থাকেন ঢাকার মেসে
ক্যাম্পাসে কেমন ছাত্র-রাজনীতি চান?
- ৫৩% ছাত্র রাজনীতি চান, কিন্তু ৬৮% সংস্কারের পক্ষে
- সংগঠনের কাঠামো নিয়ে মতামত বিভক্ত
বর্তমান ডাকসুর ভূমিকায় সন্তুষ্টি
- ৮০% ছাত্র ডাকসুর বর্তমান ভূমিকা নিয়ে অসন্তুষ্ট
- ৬৯% ছাত্র DU পরিচালনায় অসন্তুষ্ট
ডাকসু প্রেসিডেন্ট পদের নির্বাচন চাই?
- ৬২% ছাত্র চান VC-এর পরিবর্তে নির্বাচিত প্রেসিডেন্ট
- ৮৯% ছাত্র চান গণতান্ত্রিকভাবে নির্বাচিত VC
ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর অবস্থান
- ২৬% সাপোর্ট করে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মকে, ২১% শিবিরকে
- ৭–১১% সাপোর্ট বিএনপিপন্থী সংগঠনকে
- ২৪% শিক্ষার্থী এখনো অনির্ধারিত বা “ভাসমান”
ডাকসু নির্বাচন সময় ও কাঠামো
- ৩০% চান দ্রুত নির্বাচন
- ৭০% চান দেরীতে, কাঠামোগত সংস্কারের পর
- VP প্রার্থীদের মধ্যে মাস্টার্স ও অনার্স ৩-৪ বর্ষ পছন্দ
“ডাকসু প্রেসিডেন্ট নির্বাচন হোক” দাবির প্রাসঙ্গিক ফ্যাক্টর
- ৭৮% ছাত্র চান ডাকসু আবাসন ও খাবার মান উন্নয়নে ভূমিকা রাখুক
- ৭২% মেয়ে ও ৫৭% ছেলে ছাত্র এই দাবির পক্ষে
- ৬০% চান ডাকসু প্রশাসনিক সিদ্ধান্তে অংশগ্রহণ করুক
- ৮৯% চান গণতান্ত্রিকভাবে নির্বাচিত VC
- ৫৪% নিরাপত্তা উন্নয়নে ডাকসুর ভূমিকা চান, বিশেষ করে মেয়েরা
- গবেষণা বরাদ্দ বৃদ্ধি নিয়েও ডাকসুর ভূমিকা প্রত্যাশিত
উপরোক্ত দাবীগুলো বাস্তবায়নে প্রয়োজন কার্যকরী ডাকসু। এটি সম্ভব ডাকসুকে ক্ষমতায়িত করে, সিনেট বা প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনে ও সিদ্ধান্তে ছাত্রদের প্রতিনিধিত্ব বাড়িয়ে।
